Bhalobeshe Sokhi Nivrite Lyrics and Guitar Chords ( Jayati Chakraborty )

Bhalobeshe Shokhi Nibhrite is One Of The Most Popular Songs Of The Time Bhalobeshe Shokhi Nibhrite Lyrics Written By Rabindranath Thakur. This Song Has Sung By Jayati Chakraborty

So For Your Convenience, We Have Provided All Kinds Of Resources Here, Including The Lyrics Of The Song.

Singer Jayati Chakraborty
Album Tomar Aakash Tomar Batas
Band Rabindra Sangeet
Lyrics Rabindranath Tagore

ভালোবেসে সখী নিভৃতে যতনে

আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে,

ভালোবেসে সখী নিভৃতে যতনে

আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে..

আমার পরানে যে গান বাজিছে

তাহার তালটি শিখো তোমার চরণমঞ্জীরে,

ভালোবেসে সখী নিভৃতে যতনে

আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে..

…………………………*****……………………….

ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে

আমার মুখর পাখি তোমার প্রাসাদপ্রাঙ্গণে,

মনে করে সখী বাঁধিয়া রাখিয়ো

আমার হাতের রাখী তোমার কনককঙ্কণে..

ভালোবেসে সখী নিভৃতে যতনে

আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে,

আমার লতার একটি মুকুল

ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলকবন্ধনে..

…………………………*****……………………….

আমার স্মরণ শুভ সিন্দুরে

একটি বিন্দু এঁকো তোমার ললাটচন্দনে,

আমার মনের মোহের মাধুরী

মাখিয়া রাখিয়া দিয়ো তোমার অঙ্গসৌরভে..

আমার আকুল জীবনমরণ

টুটিয়া লুটিয়া নিয়ো তোমার অতুল গৌরবে,

ভালোবেসে সখী নিভৃতে যতনে

আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে..

Bhalobeshe sokhi nivrite jotone

Amar nam ti likho tomar monero mondire,

Bhalobeshe sokhi nivrite jotone

Amar nam ti likho tomar monero mondire..

Amaro poraner je gaan bajiche

Tahar tall ti sikho tomar chorono mondire,

Bhalobeshe sokhi nivrite jotone

Amar nam ti likho tomar monero mondire..

…………………………*****……………………….

Dhoriya rakhio sohage adore

Amar mukhoro pakhi tomar prashado prangone,

Mone kore sokhi bandhiya rakhio

Amar hatehro rakhi tomar Konoko kongkone..

Bhalobeshe sokhi nivrite jotone

Amar nam ti likho tomar monero mondire,

Amaro lotar ekti mukul

Bhuliya tuliya rekho tomar aloko bondhone..

…………………………*****……………………….

Amaro shorolo subho shindure

Ekti bindu enko tomar lolato chandane,

Amar moner mohero madhuri

Makhiya rakhiya diyo tomar anggo sourave..

Amaro akulo jibono morono

Tutiya lutiya nio tomar atulo gourove,

Bhalobeshe sokhi nivrite jotone

Amar nam ti likho tomar monero mondire..

Bhalobeshe Sokhi Nivrite songs Guitar Chords


ভালোবেসে, সখী, নিভৃতে যতনে

আমার নামটি লিখো-তোমার

মনের মন্দিরে ।

আমার পরানে যে গান বাজিছে

তাহার তালটি শিখো-তোমার

চরণ-মঞ্জীরে ।।

ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে

আমার মুখর পাখি – তোমার

প্রাসাদ প্রাঙ্গ-ণে ।

মনে ক’রে সখী, বাঁধিয়া রাখিয়ো

আমার হাতের রাখী – তোমার

কনক-কঙ্কণে ।।

আমার লতার একটি মুকুল

ভুলিয়া তুলিয়া রেখো – তোমার

অলক বন্ধনে ।

আমার স্মরণ-শুভ-সিন্দুরে

একটি বিন্দু এঁকো-তোমার

ললাট চন্দনে ।

আমার মনের মোহের মাধুরী

মাখিয়া রাখিয়া দিয়ো-তোমার

অঙ্গ-সৌর-ভে ।

আমার আকুল জীবন-মরণ

টুটিয়া লুটিয়া নিয়ো-তোমার

অতুল গৌরবে ।।

Share on: