Eka Beche Thakte Shekho Prio is one of the most popular songs of the time. Eka Beche Thakte Shekho Prio lyrics written by Aseer Arman. This song has sung by Aseer Arman
Lyrics | Aseer Arman |
Singer | Aseer Arman |
Tune | Aseer Arman |
Lebel | Imagine Radio |
একা বেঁচে থাকতে শেখ প্রিয়
তোমার নামে শিরনি দিয়েছি তারার মাজারে
আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি
আমার নিরাগ লাগে ভারি
কবে ছোঁবো সাদা শাড়ি………
*****
আমায় নিয়ে আর ভেবোনা আরামপ্রিয়
মনে স্বস্তি জেনো, শুধুই ফুর্তি মেনো
দোলনচাঁপার মৌসুমে আমি টানছি ইতি এবার
তোমার বদ্ধ ঘরে শোবার স্বভাব না করেছি কবার
তোমায় কে দিয়েছে নিকশ কালো
রাতের যোগান
*****
একা বেঁচে থাকতে শেখ প্রিয়
তোমার নামে শিরনি দিয়েছি তারার মাজারে
আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি
আমার নিরাগ লাগে ভারি
কবে ছোঁবো সাদা শাড়ি
আমায় নিয়ে আর ভেবোনা আরামপ্রিয়
মনে স্বস্তি জেনো, শুধুই ফুর্তি মেনো
দোলনচাঁপার মৌসুমে আমি টানছি ইতি এবার
তোমার বদ্ধ ঘরে শোবার স্বভাব না করেছি কবার
তোমার মনের গতি……….
তোমার মনের গতি, রাতের দুরপাল্লার গাড়ি
আমি ধরতেও না পারি, আমি কেমনে যাব বাড়ি (২ বার)
টিকিট কেটে রেখেছিলাম যাত্রা সময় ভুলে
এখন ইশটিশনে বেজায় অন্ধকার
তোমায় কে দিয়েছে নিকশ কালো
রাতের যোগান
*****
একা বেঁচে থাকতে শেখ প্রিয়
তোমার নামে শিরনি দিয়েছি তারার মাজারে
আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি
আমার নিরাগ লাগে ভারি
কবে ছোঁবো সাদা শাড়ি
*****
আমায় নিয়ে আর ভেবোনা আরামপ্রিয়
মনে স্বস্তি জেনো, শুধুই ফুর্তি মেনো
দোলনচাঁপার মৌসুমে আমি টানছি ইতি এবার
তোমার বদ্ধ ঘরে শোবার স্বভাব না করেছি কবার
তোমায় কে দিয়েছে নিকশ কালো
রাতের যোগান
একা বেঁচে থাকতে শেখ প্রিয়
তোমার নামে শিরনি দিয়েছি তারার মাজারে……….
Ekaa beche thaktee shekho priyo
Tomar name shirni diyechi tarar majare
Asha rakhi sustho hoye uthbe taratari
Amar niraag lage vari
Kobe chobo shada sareeee…
*****
Amay niye ar vebona aram priyo
Mone swasti jeno, shudhui furti meno
Dolon chapar moushume ami tanchi eti ebar
Tomar boddho ghore shobar shovab na korechi kobar
Tomay ke eeee diyeche nikosh kalo
Raater jogan
Eka bechee thakte shekho priyo
Tomar name shirni diyechi tarar majare
Asha rakhi sustho hoye uthbe taratari
Amar niraag lage vari
Kobe chobo shada saree
Tomar moner goti e…..