Mone Pore Ruby Roy Bangla Lyrics with Chords (R.D.Burman)

Mone Pore Ruby Roy is One Of The Most Popular Songs Of The Time. Mone Pore Ruby Roy Lyrics Written By Sachin Bhowmick. This Song Has Sung By R.D.Burman.

So For Your Convenience, We Have Provided All Kinds Of Resources Here, Including The Lyrics Of The Song.

Lyrics Sachin Bhowmick
Singer R.D.Burman
Tune R.D.Burman
Music Director Rahul Dev Burman

মনে পড়ে রুবি রায়,

মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে

একদিন কত করে ডেকেছি,

আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে

তোমাকে কোথায় যেন দেখেছি……..(2)

…………………………*****……………………….

রোদ জ্বলা দুপুরে, সুর তুলে নুপুরে

বাস থেকে তুমি যবে নাবতে।

একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে

সে কথা কি কোনোদিন ভাবতে?

মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে

একদিন কত করে ডেকেছি,

আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে

তোমাকে কোথায় যেন দেখেছি।

…………………………*****……………………….

দ্বীপ জ্বলা সন্ধ্যায়,

দ্বীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়

কান্নার খাঁচা শুধু রেখেছি,

দ্বীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়

কান্নার খাঁচা শুধু রেখেছি,

ও পাখি সেতো আসে নি, তুমি ভালোবাসোনি

স্বপ্নের জাল বৃথা বুনেছি।

…………………………*****……………………….

মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে

একদিন কত করে ডেকেছি,

আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে

তোমাকে কোথায় যেন দেখেছি।

মনে পড়ে রুবি রায়,

মনে পড়ে রুবি রায় …

…………………………*****……………………….

Mone pore ruby roy

mone pore ruby roy kabitay tomake

ekdin koto kare dekechi

aaj hai ruby roy deke bolo amake

tomake kothay jeno dekhechi-(2)

…………………………*****……………………….

rod jwala dupure sura tole nupure

bus theke tumi jobe namte

ekti kishor chele eka keno dariye

se kotha ki kono dino bhabate

mone pore ruby roy kabitay tomake

ekadin koto kare dekechi

aaj hai ruby roy deke bolo amake

tomake kothay jeno dekhechi

…………………………*****……………………….

dip jwala sandhay hridoyer janalay

kannar khacha sudhu rekhechi

o pakhi seto ase ni tumi bhalobashoni

swapner jal britha bunechi

mone pore ruby roy kabitay tomake

ekdin koto kore dekechi

aaj hai ruby roy deke bolo amake

tomake kothay jeno dekhechi

mone pore ruby roy ,mone pore ruby roy

…………………………*****……………………….

Mone Pore Ruby Roy Songs Guitar Chords


মনে পড়ে রুবি রায়, কবিতায় তোমাকে

একদিন কত করে ডেকেছি

আজ হায় রুবি রায় ডেকে বল আমাকে

তোমাকে কোথায় যেন দেখেছি ।।


রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে

বাস থেকে তুমি যবে নাবতে,

একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে

সে কথা কি কোনদিন ভাবতে ।।


দ্বীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়

কান্নার খাঁচা শুধু রেখেছি,

ও পাখি সেতো আসেনি তুমি ভাল বাসনি

স্বপ্নের জাল বৃথা বুনেছি ।।

মনে পড়ে রুবি রায়

মনে পড়ে রুবি রায়


Share on: