Monta Jodi Khola Jeto is one of the most popular songs of the time. Monta Jodi Khola Jeto lyrics written by Ahmed Imtiaz Bulbul. This song has sung by Sabina Yasmin.
So for your convenience, we have provided all kinds of resources here, including the lyrics of the song.
গীতিকারঃ | আহমেদ ইমতিয়াজ বুলবল |
চলচ্চিত্রঃ | চন্দন দ্বীপের রাজকন্যা |
সুরকারঃ | আহমেদ ইমতিয়াজ বুলবল |
গেয়েছেনঃ | সাবিনা ইয়াসমিন |
মনটা যদি খোলা যেত
সিন্ধুকেরই মত
দেখাইতে পারিতাম তোমায়
ভালোবাসি কত
পাগল করিলা বন্ধু
কি যাদু করিলা রে
******
ও প্রাণ বন্ধু রে
ও সোনা বন্ধু রে
ও বন্ধুরে…হো…
ভাসাইলা ভাসাইলা মোরে
উথাল প্রেমের জোয়ারে
ও প্রাণ বন্ধু রে……ও সোনা বন্ধু রে
নাকের যেমন নোলক আছে
কানের আছে দুল রে
ফুলের যেমন ভ্রমর আছে
নদীর আছে কুল রে ।।
তুমি আমার জীবন তরী
আশারই দরিয়া রে
ও প্রাণ বন্ধু রে……ও সোনা বন্ধু রে
******
মনটা যদি খোলা যেত
সিন্ধুকেরই মত
দেখাইতে পারিতাম তোমায়
ভালোবাসি কত
******
পাগল করিলা বন্ধু
কি যাদু করিলা রে
ও প্রাণ বন্ধু রে……ও সোনা বন্ধু রে…।।
ও বন্ধুরে…হো…
ভাসাইলা ভাসাইলা মোরে
উথাল প্রেমের জোয়ারে
ও প্রাণ বন্ধু রে……ও সোনা বন্ধু রে