Ojanai is one of the most popular songs of the time. Ojanai lyrics written by Tanveer Evan. This song has sung by Tanveer Evan
Lyrics | Tanveer Evan |
Singer | Tanveer Evan |
Tune | Piran Khan |
Lebel | Piran Khan (Pvt. Release) |
আমার অজানায় হলো কি,
তোমাকে তা কখনো,
বুঝতে দেবো না….
দৃষ্টির পানে আকাশে চেয়ে
তোমাকে আমি খুঁজবো না….
আকাশের পানে চেয়ে চেয়ে
ভালোবাসি তা বলবো না….
*****
তুমিও কি আমার মতো করে,
একটু ভালো বাসবে না ?
তুমিও কি আমার মতো করে,
একটু কাছে ডাকবে না…. [ 2 ]
*****
আগেও তো ভালো বাসতে তুমি,
আগেও তো কাছে ডাকতে তুমি….
তবে আজ কেনো দূরত্বটা সব চেয়ে কাছের,
ভালোবেসে কি ভুল করেছি আমি ?
তুমিও কি আমার মতো করে,
একটু ভালো বাসবে না ?
তুমিও কি আমার মতো করে,
একটু কাছে ডাকবে না…. [ 2 ]
**********
Tomar Ajanai Holo Ki,
Tomake Ta Kokhono,
Bujhte Debo na…
Dristir Paney Akashey Cheye,
Tomake Ami Khujbo na….
Akasher Pasnet Cheye Cheye
Valobasi ta bolbo na….
*****
Tumio Ki Amar Moto Kore,
Ektu Valo Basbe na?
Tumio Ki Amar Moto Kore,
Ektu Kache Dakbe na….[ 2 ]
*****
Ageo to Valo Baste Tumi,
Ageo To Dakte Kache Tumi….
Tbe Aj Keno Durottota Sob cheye kacher
Valobese Ki Vul Korechi AMi?
Tumio Ki Amar Moto Kore,
Ektu Valo Basbe na?
Tumio Ki Amar Moto Kore,
Ektu Kache Dakbo na…. [ 2 ]
**********
GUITAR CHORDS
আমার অজানায় হলো.. কি
তোমাকে তা কখনো
বুঝতে দেবো না ।
দৃষ্টির পানে আকাশে চেয়ে
তোমাকে আমি খুঁজবো না ।
আকাশের পানে চেয়ে চেয়ে
ভালোবাসি তা বলবো না ।
[
তুমিও কি আমার মতো করে
একটু ভালোবাসবে না ।
তুমিও কি আমার মতো করে
একটু কাছে ডাকবে না ।
তুমিও কি আমার মতো করে
একটু ভালোবাসবে না ।
তুমিও কি আমার মতো করে
একটু কাছে ডাকবে না ।
[Instrumental]
[Verse 1]
আগেও তো ভালোবাসতে তুমি
আগেও তো কাছে ডাকতে তুমি ।
তবে আজ কেনো দূরত্বটা
সব চেয়ে কাছের,
ভালোবেসে কি ভুল করেছি আমি ।
[
তুমিও কি আমার মতো করে
একটু ভালোবাসবে না ।
তুমিও কি আমার মতো করে
একটু কাছে ডাকবে না ।
তুমিও কি আমার মতো করে
একটু ভালোবাসবে না ।
তুমিও কি আমার মতো করে
একটু কাছে ডাকবে না ।