Shukher E Prithibi Bangla Lyrics (Ayub Bachhu)

Shukher E Prithibi Is One Of The Most Popular Songs Of The Time. Shukher E Prithibi Lyrics Written By Ayub Bachhu. This Song Has Sung By Ayub Bachhu

So For Your Convenience, We Have Provided All Kinds Of Resources Here, Including The Lyrics and Guitar chords Of The Song. 

Lyrics Shukher E Prithibi
Singer Ayub Bachhu
Tune Ayub Bachhu
Band LRB

সুখেরই পৃথিবী লিরিক্স

সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়

যত আড়াল রাখো আসলে কেউ সুখী নয়

সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়

যত আড়াল রাখো আসলে কেউ সুখী নয়

নিজ ভুবনে চির দুখী আসলে কেউ সুখী নয়

নিজ ভুবনে চির দুখী আসলে কেউ সুখী নয়

সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়

যত আড়াল রাখো আসলে কেউ সুখী নয়

তোমার দরজার ওপাশে একজন ভাবছ সে সুখী মিথ্যে আয়োজন

নিজ ভুবনে চির দুখী আসলে কেউ সুখী নয়


সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়

যত আড়াল রাখো আসলে কেউ সুখী নয়

আশা দুরাশায় দুলছে কেনো মনসুখের চাদরে জড়ানো প্রিয়জন

নিজ ভুবনে চির দুখী আসলে কেউ সুখী নয়

সুখেরই পৃথিবী সুখেরই অভিনয় যত আড়াল রাখো আসলে কেউ সুখী নয়

নিজ ভুবনে চির দুখী আসলে কেউ সুখী নয়
সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়যত আড়াল রাখো আসলে কেউ সুখী নয়

নিজ ভুবনে চির দুখী আসলে কেউ সুখী নয়

নিজ ভুবনে চির দুখী আসলে কেউ সুখী নয়
সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়

যত আড়াল রাখো আসলে কেউ সুখী নয়

Shukher E Prithibi Guitar Chords



সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়
যত আরালে রাখ আসলে কেউ সুখি নয় ॥

নিজ ভুবনে চির দুখী, আসলে কেউ সুখী নয় ॥

[ Repeat Intro.. ]

তোমার দরজার ওপাশে একজন
ভাবছ সে সুখী মিথ্যে আয়োজন

নিজ ভুবনে চির দুখী, আসলে কেউ সুখী নয়

[ Repeat Intro.. ]

আশা দুরাশায় দুলছে কেনো মন
সুখের চাদরে জড়ানো প্রিয় জন

নিজ ভুবনে চির দুখী, আসলে কেউ সুখী নয়

Share on: