Tomake Chai is one of the most popular songs of the time. Tomake Chai lyrics written by Prasen. This song has sung by Arijit Singh.
Lyrics | Prosen |
Singer | Arijit Singh |
Tune | Arindam Chatterjee |
Lebel | Shree Venkatesh Films |
তোমার নামের রোদ্দুরে
আমি ডুবেছি সমুদ্দুরে
জানি না যাব কতদুরে এখনও…..
আমার পোড়া কপালে
আর আমার সন্ধ্যে সকালে
তুমি কেন এলে জানি না এখনও…….
ফন্দি আটে মন পালাবার…..
বন্দি আছে কাছে সে তোমার
যদি সত্যি জানতে চাও তোমাকে চাই,
তোমাকে চাইযদি মিথ্যে মানতে চাও, তোমাকেই চাইহুঁ.
যদি সত্যি জানতে চাও তোমাকে চাই,
তোমাকে চাই যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই
**********
হলো শুরু সাতদিনে
এই খেলাধুলো রাতদিনে
জানি বারণ করার সাধ্যি নেই আর আমার……
তোমার নামের মন্দিরে
আর তোমার নামের মসজিদে
আমি কথা দিয়ে এসেছিবারবার……
বিন্দু থেকে সিন্ধু হয়ে যাও
তুমি ইচ্ছেমত আমাকে সাজাও
যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই
যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই….
*******
মনের গভীরে, ঘুমের শরীরে
তোমাকে নিয়ে ডুবে যাবো
আমার কাছে কারনেরা আছে
নিজেকে আমি খুঁজেই নেবো….
যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই.
যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই……
Tomar naamer roddure
Ami dubechi somuddure
Jani na jabo kootdure ekhono
******
Amar pora kopale
Aar amar sondhey shokale
Tumi keno ele jani na ekhono
Fondi antey mon palabar..
Bondi ache kache se tomar..
Jodi sotti jante chao tomake chai,
tomake chai
Jodi mitthey mante chao
tomakei chai
******
Holo shuru saath-dine
Ei khela-dhulo raat-diner
Jani baron korar saddhi nei,
Aar amar..
Tomar naamer mondire
Ar tomar naamer moshjide
Ami kotha kotha diye esechi,
bar bar
******
Bindu theke sindhu hoye jao
Tumi icche moto amake sajao
Jodi shotti jante chao tomake chai,
tomake chai
Jodi mitthey mante chao
tomakei chai
*******
Moner gobhire, ghumer shorire
Tomake niye dube jabo
Amar kache karonera ache
Nijeke ami khujei nebo
TOMAKE CHAI Chords
তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্দুরে
জানি না যাব কতদূরে এখনো ।
আমার পোড়া কপালে আর আমার সন্ধ্যে সকালে
তুমি কেন এলে জানি না এখনো ।
ফন্দি আঁটে মন পালাবার
বন্দি আছে কাছে সে তোমার
যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই
যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই
হল শুরু সাতদিনে এই খেলাধূলো রাতদিনের
জানি বারণ করার সাধ্যি নেই আর আমার ।
তোমার নামের মন্দিরে আর তোমার নামের মসজিদে
আমি কথা দিয়ে এসেছি বার বার ।
বিন্দু থেকে সিন্ধু হয়ে যাও
তুমি ইচ্ছে মত আমাকে সাজাও
যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই
যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই
মনের গভীরে ঘুমের শরীরে
তোমাকে নিয়ে ডুবে যাব
আমার কাছে কারণের আছে
নিজেকে আমি খুজেই নেব
যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই
যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই