Tore Putuler Moto Kore তোরে পুতুলের মত করে | – Kumar Bishwajit | Lyrics With Guitar Chords.

Tore Putuler Moto Kore is one of the most popular songs of the time. Tore Putuler Moto Kore lyrics written by Abdullah Al – Mamun. This song has sung by Kumar Bishwajit.

LyricsAbdullah Al – Mamun
SingerKumar Bishwajit
TuneNokib Khan
LebelImagine Radio

তোরে পুতুলের মত করে সাজিয়ে
হৃদয়ের কোঠরে রাখব
আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে
সারাটি জীবনভরে দেখব
আমি নেই, নেই, নেই রে
আমি নেই, নেই, নেই রে
যেন তোরেই মাঝে হারিয়ে গেছি

তোরে পুতুলের মত করে সাজিয়ে
হৃদয়ের কোঠরে রাখব
আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে
সারাটি জীবনভরে দেখব

*****

তোর রিনিঝিনি কাঁকনের ছন্দ
র্নিঘুম স্বপ্নে বাজে রে
আর নন্দিত বাধনের শিহরণ
দু’চোখের জানালায় জাগে রে
তোরে রংধনুর সাত রঙে রাঙিয়ে
ফুলদানি সাজিয়ে রাখব
আর কপালেতে নীল টিপ পড়িয়ে
প্রেমেরই আল্পনা আঁকব

আমি নেই, নেই, নেই রে
আমি নেই, নেই, নেই রে
যেন তোরেই মাঝে হারিয়ে গেছি

*****

তোর ভাবনার করিডোরে সারা দিন
হেঁটে হেঁটে যেন আমি মরেছি
আর স্বপ্নেতে জেগে জেগে পাহারায়
অধরেতে ঠাঁই করে নিয়েছি
তোরে বুকেরই কারাগারে চিরদিন
বন্দী করেই আমি রাখব
আর শূন্য জীবনে আমার-ই
অনিমেষে জড়িয়ে যে রাখব

আমি নেই, নেই, নেই রে
আমি নেই, নেই, নেই রে
যেন তোরেই মাঝে হারিয়ে গেছি

*****

তোরে পুতুলের মত করে সাজিয়ে
হৃদয়ের কোঠরে রাখব
আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে
সারাটি জীবনভরে দেখব
আমি নেই, নেই, নেই রে
আমি নেই, নেই, নেই রে
আমি নেই, নেই, নেই রে
আমি নেই, নেই, নেই রে
আমি নেই, নেই, নেই রে

**********

Tore putul er moto kore sajiye

Hridoyer kothore rakhboo
Ar hridoyer chokh mele takiye
Sarati jibon vore dekhbo
Ami nei nei nei re
Ami nei nei nei re
Jeno tor e majhe hariye gechi

*****

Tor e rini jhini kakoner chondo

Nirghum shopne bajere
Ar nondito badhoner shihoron
Du chokher janalai jagere

Tore rongdhonu saat rong rangiye
Fooldani sajiye rakhbo
Ar kopalaete nil tip poriye
Prem er e alpona akbo
Ami nei nei nei re
Ami nei nei nei re
Jeno tor e majhe hariye gechi

*****

Tore vabonar koridoor e saradin

Hete hete jeno ami morechi
Ar shopnete jege jege pahara
Ojhorete thai kore niyechi

Tore buker e karagare chirodin
Bondi kore ami rakhbo
Ar shunno jibone amari
Onimeshe joriye je rakhbo
Ami nei nei nei re
Ami nei nei nei re
Jeno tori majhe hariye gechi

*****

Tore putul er moto kore sajiye
Hridoyer kothor e rakhbo
Ar hridoyer chokh mele takiye
Sarati jibon vore dekhbo
Ami nei nei nei re
Ami nei nei nei re
Ami nei nei nei re
Ami nei nei nei re

**********

Guitar Chords

Chords used: Ab, C#, F# & D#.

(Ab)তোরে পুতুলের (C#)মত করে (F#)সাজিয়ে
(Ab)হৃদয়ের কোঠরে (D#)রাখব
(Ab)আর হৃদয়ের (C#)চোখ মেলে (F#)তাকিয়ে
(Ab)সারাটি জীবনভরে (D#)দেখব
(Ab)আমি নেই, (C#)নেই, (Ab)নেই রে
(Ab)আমি নেই, (C#)নেই, (Ab)নেই রে
যেন (C#)তোরেই মাঝে (Ab)হারিয়ে গেছি
(Ab)তোরে পুতুলের (C#)মত করে (F#)সাজিয়ে
(Ab)হৃদয়ের কোঠরে (D#)রাখব
(Ab)আর হৃদয়ের (C#)চোখ মেলে (F#)তাকিয়ে
(Ab)সারাটি জীবনভরে (D#)দেখব
(Ab)আমি নেই, (C#)নেই, (Ab)নেই রে
(Ab)আমি নেই, (C#)নেই, (Ab)নেই রে
যেন (C#)তোরেই মাঝে (Ab)হারিয়ে গেছি
(Ab)তোর রিনিঝিনি কাঁকনের ছন্দ
(F#)র্নিঘুম স্বপ্নে (Ab)বাজে রে
আর নন্দিত বাধনের (C#)শিহরণ
(F#)দু’চোখের জানালায় (Ab)জাগে রে
তোরে রংধনুর (C#)সাত রঙে (F#)রাঙিয়ে
(Ab)ফুলদানি সাজিয়ে রাখব
আর কপালেতে (C#)নীল টিপ (F#)পড়িয়ে
(Ab)প্রেমেরই আল্পনা আঁকব
(Ab)আমি নেই, (C#)নেই, (Ab)নেই রে
(Ab)আমি নেই, (C#)নেই, (Ab)নেই রে
যেন (C#)তোরেই মাঝে (Ab)হারিয়ে গেছি
(Ab)তোর ভাবনার করিডোরে সারা দিন
(F#)হেঁটে হেঁটে যেন আমি (Ab)মরেছি
(Ab)আর স্বপ্নেতে জেগে জেগে পাহারায়
(F#)অধরেতে ঠাঁই করে (Ab)নিয়েছি
তোরে বুকেরই (C#)কারাগারে (F#)চিরদিন
(Ab)বন্দী করেই আমি (D#)রাখব
(Ab)আর শূন্য (C#)জীবনে (F#)আমার-ই
(Ab)অনিমেষে জড়িয়ে যে (D#)রাখব
(Ab)আমি নেই, (C#)নেই, (Ab)নেই রে
(Ab)আমি নেই, (C#)নেই, (Ab)নেই রে
যেন (C#)তোরেই মাঝে (Ab)হারিয়ে গেছি
(Ab)তোরে পুতুলের (C#)মত করে (F#)সাজিয়ে
(Ab)হৃদয়ের কোঠরে (D#)রাখব
(Ab)আর হৃদয়ের (C#)চোখ মেলে (F#)তাকিয়ে
(Ab)সারাটি জীবনভরে (D#)দেখব
(Ab)আমি নেই, (C#)নেই, (Ab)নেই রে
(Ab)আমি নেই, (C#)নেই, (Ab)নেই রে
যেন (C#)তোরেই মাঝে (Ab)হারিয়ে গেছি…..

Share on: