Tumi Aar Nei Se Tumi Lyrics With Guitar Chords (তুমি আর নেই সে তুমি) SD Burman

Tumi Aar Nei Se Tumi is one of the most popular songs of the time. Tumi Aar Nei Se Tumi lyrics written by Robi Guha Mazumder. This song has sung by S.D.Burman

LyricsRobi Guha Mazumder
SingerS.D.Burman
TuneRobi Guha Mazumder
LebelSaregama India Ltd

তুমি আর, তুমি আর
তুমি আর নেই সে তুমি
জানি না, জানি না কেন এমনও হয়,
জানি না
জানি না, জানি না কেন এমনও হয়
তুমি আর নেই সে তুমি
তুমি আর, তুমি আর
তুমি আর নেই সে তুমি।

*****

তোমার চোখেরও পাতা নাচে না,
নাচে না আমারো পথ চেয়ে
তোমার পায়ে পায়ে মল বাজে না,
বাজে না আমারো সাড়া পেয়ে।

হাসো না, হাসো না সে হাঁসি মধুময়
তুমি আর নেই সে তুমি
জানি না, জানি না কেন এমনও হয়,
জানি না
জানি না, জানি না কেন এমনও হয়
তুমি আর নেই সে তুমি
তুমি আর, তুমি আর
তুমি আর নেই সে তুমি।

*****

তোমার সাপেরও বেণী দোলেনা,
দোলে না হাওয়ার বাঁশী শুনে
তোমার চোখে বিজলী খেলে না,
খেলে না মেঘেরো গর্জনে।

গুনগুন, গুনগুন করো না অসময়,
গুনগুন
গুনগুন, গুনগুন করো না অসময়
তুমি আর নেই সে তুমি
জানি না, জানি না কেন এমনও হয়,
জানি না
জানি না, জানি না কেন এমনও হয়
তুমি আর নেই সে তুমি
তুমি আর, তুমি আর
তুমি আর নেই সে তুমি।

**********

Tumi aar nei she tumi
Janina jani na kano amon hoy
Tumi ar nei se tumi


Tomar chokhero pata nachena
Nachena amaro potho cheye
Tomar paaye paaye mol baaje na
Baajena amaro sara peye
Hashona hasao na se hashi modhumoy

Tumi aar nei she tumi


Tomar sapero beni dolena
Doley na hawar banshi shune
Tomar chokhe bijoli khele na
Khelena meghero gorjona
Goon goon koro na oshomoy

Tumi aar nei she tumi

[D] [G] [D] [G] [D]
তুমি আর তুমি আর,তুমি আর নেই সে তুমি
[D] [G] [D] [A]
জানি না জানি না কেন এমনও হয় জানি না
[D] [G] [D] [G] [A] [D]
জানি না জানি না কেন এমনও হয় তুমি আর নেই সে তুমি
[G] [D] [G] [A] [D]
তুমি আর তুমি আর তুমি আর নেই সে তুমি
[Verse]
[D] [A] [D]
তোমার চোখেরও পাতা নাচে না, নাচে না আমারো পথ চেয়ে
[D] [A] [D]
তোমার পায়ে পায়ে মল বাজে না, বাজে না আমারো সাড়া পেয়ে x2
[D] [G] [D] [G] [A] [D]
হাসো না হাসো না সে হাসি মধুময়, তুমি আর নেই সে তুমি
[Chorus]
[D] [G] [D] [A]
জানি না জানি না কেন এমনও হয় জানি না
[D] [G] [D] [G] [A] [D]
জানি না জানি না কেন এমনও হয় তুমি আর নেই সে তুমি
[D] [G] [D] [G] [A] [D]
তুমি আর তুমি আর তুমি আর নেই সে তুমি
[Verse]
[D] [A] [D]
তোমার সাপেরও বেণী দোলেনা, দোলে না হাওয়ার বাঁশী শুনে
[D] [A] [D]
তোমার চোখে বিজলী খেলে না, খেলে না মেঘেরো গর্জনে x2
[Verse]
[D] [G] [D]
গুনগুন, গুনগুন করো না অসময় গুনগুনগুন
[D] [G] [D] [G] [A] [D]
গুনগুন গুনগুন করো না অসময়, তুমি আর নেই সে তুমি
[Chorus]
[D] [G] [D] [A]
জানি না জানি না কেন এমনও হয় জানি না
[D] [G] [D] [G] [A] [D]
জানি না জানি না কেন এমনও হয় তুমি আর নেই সে তুমি
[D] [G] [D] [G] [A] [D]
তুমি আর তুমি আর তুমি আর নেই সে তুমি
[D] [G] [D] [G] [A] [D]
তুমি আর তুমি আর তুমি আর নেই সে তুমি

Share on: